Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

রবীন্দ্রসঙ্গীতে মুগ্ধতা  ছড়ালেন অনিমা রায় 

রবীন্দ্রসঙ্গীতে মুগ্ধতা  ছড়ালেন অনিমা রায়  নিউইয়র্ক : অনিমা রায়কে ফুলেল শুভেচ্ছা জানান আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও চেয়ারম্যান আশা রহমান। পাশে শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
নিউইয়র্ক : অনিমা রায়কে ফুলেল শুভেচ্ছা জানান আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও চেয়ারম্যান আশা রহমান। পাশে শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায় নিউইয়র্কে এসেছিলেন ৩২তম বইমেলায় অতিথি হয়ে। চার দিনব্যাপী বইমেলায় শ্রোতারা তার গান শোনার অপেক্ষায় ছিলেন। বইমেলার মঞ্চের অনুষ্ঠানে তিনি মাত্র তিনটি গান পরিবেশনের সুযোগ পেয়েছিলেন। ফলে দর্শকশ্রোতারা ছিলেন অতৃপ্ত। কিন্তু শোটাইম মিউজিকের একক সঙ্গীতসন্ধ্যায় সেই অতৃপ্তি কাটিয়ে দিলেন অনিমা রায়। অনুষ্ঠানে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। 
গত ২৮ জুলাই শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যামাইকায় আশা পার্টি হলে অনিমা রায়ের একক সঙ্গীতানুষ্ঠানে রবীন্দ্রপ্রেমীরা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন প্রিয়শিল্পীর কণ্ঠে গান। অনুষ্ঠানে অনিমা রায় নিজের পছন্দে এ ডজনেরও বেশী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। শ্রোতারা মন্ত্রমুগ্ধের মত তার গান উপভোগ করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, অনিমা রায় দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এই গুণী শিল্পীর একক সঙ্গীতসন্ধ্যার আয়োজন করতে পেরে শোটাইম মিউজিক গর্বিত। 
অনুষ্ঠানে শিল্পী অনিমা রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সহ-আয়োজক আশা হোমকেয়ারের কর্ণধার আকাশ রহমান ও সেলিম বিরিয়ানি হাউজের কর্ণধার মোহাম্মদ সেলিম। 
অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান, রিয়েল এস্টেট ব্যবসায়ী আলী চৌধুরী, আশা হোমকেয়ারের কর্ণধার আকাশ রহমান প্রমুখ। 
উল্লেখ্য, অনিমা রায় একজন বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি দেবাশীষ চক্রবর্তী, সাধন চন্দ্র বর্মনের কাছ থেকে এবং ললিতকলা একাডেমি থেকে সঙ্গীত শিখেন। এরপর তিনি ওয়াহিদুল হক, সানজিদা খাতুন ও মিতা হকের অধীনে প্রশিক্ষণ নেন। তিনি ছায়ানট থেকেও রবীন্দ্র সংগীতের উপর কোর্স সম্পন্ন করেছেন। 
অনিমা রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের আংশিক সময়ের অধ্যাপিকা ছিলেন এবং সম্প্রতি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের অধ্যাপনা করছেন। রবীন্দ্রসঙ্গীতের ওপর তার ছয়টি অ্যালবাম বের হয়েছে। 
অনিমা রায়ের স্বামী তানভীর তারেক জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক এবং দৈনিক ইত্তেফাকের বিনোদন বিভাগের সম্পাদক। এই দম্পতি এক পুত্র সন্তানের জনক।

কমেন্ট বক্স