Thikana News
০৩ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আটলান্টার ফোবানায় প্রীতম হাসানের শো স্থগিত

* কাল রবিবার দুপুর ১টায় অনুষ্ঠানের নতুন সময় ঘোষণা
আটলান্টার ফোবানায় প্রীতম হাসানের শো স্থগিত
মুজিব মাসুদ, আটলান্টা থেকে: আটলান্টায় ফোবানার দ্বিতীয় দিনের রাতের বহুল প্রতীক্ষিত প্রীতম হাসানের শো অতিরিক্ত দর্শক সমাগমের কারণে স্থগিত হয়ে যায়। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তবে আয়োজকরা জানিয়েছেন, বাতিল নয়—শোটি আগামীকাল স্থানীয় সময় (রবিবার) দুপুর ১টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে ডুলুথের গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে এ শো হওয়ার কথা ছিল। দুপুরের পর থেকেই শত শত দর্শক প্রীতম হাসানের গান শোনার অপেক্ষায় হলে ভিড় করতে থাকেন। রাত ৯টার দিকে পুরো হল কানায় কানায় পূর্ণ হয়ে গেলে আয়োজকরা প্রধান ফটক বন্ধ করে দেন। এসময় বাইরে শ6ত শত দর্শক অপেক্ষায় থাকেন।

হঠাৎ অনুষ্ঠান স্থগিত হওয়ার ঘোষণা আসতেই ভক্তদের মধ্যে হতাশা দেখা দেয়। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও অনেকেই নিরাপত্তাজনিত কারণে আয়োজকদের সিদ্ধান্তকে সমর্থন করেন।

আয়োজক কমিটির চিফ কোঅর্ডিনেটর দিলু মওলা জানান, “দর্শকদের ভিড় প্রত্যাশার চেয়েও বেশি ছিল। নিরাপত্তার স্বার্থে ফায়ার ডিপার্টমেন্টের নির্দেশে অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। তবে প্রীতম হাসানের ভক্তরা যাতে নিরাশ না হন, সেজন্য আমরা আগামীকাল রবিবার দুপুর ১টায় শো করার সিদ্ধান্ত নিয়েছি।”

ভক্তদের প্রত্যাশা—কালকের পুনঃনির্ধারিত সময়ে প্রীতম হাসানের গান উপভোগ করতে পারবেন তারা।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স