কষ্ট সকলের ভিতরেও কষ্ট থাকে!
কান্নার ভিতরে কান্না থাকে,
থরে থরে সাজানো বাসনের মতো
অভিমানেরও অভিমান আছে।
কষ্ট! কষ্টেরও ভীষণ কষ্ট-
যন্ত্রণার ভিতরে জ্বালানো যন্ত্রণার।
কষ্টের ভিতরের কষ্ট-কেউ খুঁজে না,
কান্নার ভিতরের কান্নার আওয়াজ;
অনুভব-অনুভূতির অনুপস্থিতিতে-
কষ্টগুলোরও অভিমান হয়।
বুঝলে-কষ্টের ভিতরে কষ্টের কারণ,
কষ্টগুলোর হয়তো আর কষ্ট হতো না।
 
                           
                           
                            
                       
     
  
 


 হাফিজুর রহমান
 হাফিজুর রহমান  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
