Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

কষ্টেরও কষ্ট থাকে!

কষ্টেরও কষ্ট থাকে!





 
কষ্ট সকলের ভিতরেও কষ্ট থাকে!
কান্নার ভিতরে কান্না থাকে,
থরে থরে সাজানো বাসনের মতো
অভিমানেরও অভিমান আছে।
কষ্ট! কষ্টেরও ভীষণ কষ্ট-
যন্ত্রণার ভিতরে জ্বালানো যন্ত্রণার।

কষ্টের ভিতরের কষ্ট-কেউ খুঁজে না,
কান্নার ভিতরের কান্নার আওয়াজ;
অনুভব-অনুভূতির অনুপস্থিতিতে-
কষ্টগুলোরও অভিমান হয়।
বুঝলে-কষ্টের ভিতরে কষ্টের কারণ,
কষ্টগুলোর হয়তো আর কষ্ট হতো না।
 

কমেন্ট বক্স