Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের মেডিকেইড সংস্থার তত্ত্বাবধানকারী হচ্ছেন মেহমেত ওজ

যুক্তরাষ্ট্রের মেডিকেইড সংস্থার তত্ত্বাবধানকারী হচ্ছেন মেহমেত ওজ
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের বৃহৎ সংস্থা সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের জন্য তত্ত্বাবধানকারী বাছাই করলেন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। বিশাল এই খাতের জন্য সাবেক টেলিভিশন হোস্ট এবং চিকিৎসক মেহমেত ওজের নাম মনোনয়ন দিয়েছেন তিনি। আমেরিকানদের স্বাস্থ্য সুরক্ষায় ড. ওজের চেয়ে সম্ভবত আর কোনো যোগ্য চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে স্বাস্থ্যসেবা খাতে নেতৃত্ব দেয়ার জন্য মেহমেত ওজকে বাছাইয়ের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, এই শতকের শুরুর দিকে দ্য অপরাহ উইনফ্রে নামের একটি টিভি শো’র মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন ওজ। এর আগে তিনি মেডিকেলে একজন সার্জন হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। পাশাপাশি টেলিভিশনে তিনি বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন। খ্যাতির পাশাপাশি তিনি কোভিডের সময় নিরাময় হিসেবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দিয়ে বেশ সমালোচিতও হয়েছিলেন। ট্রাম্পের ট্রানজিশন টিম এক বিবৃতিতে বলেছে, স্বাস্থ্য বিভাগের প্রধান রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে কাজ করবেন ওজ। আগামী বছর সিনেটে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট খাতে দায়িত্বপালন শুরু করবেন তিনি। প্রতি বছর ১৫০ মিলিয়নের বেশি আমেরিকানকে স্বাস্থ্যসেবা প্রদান করে মেডিকেয়ার এবং মেডিকেইড। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা কর্মসূচির বৃহত্তম সংস্থা এটি। এছাড়া দেশটির সরকারি এই সংস্থা স্বাস্থ্য বীমাসহ চিকিৎসক, হাসপাতাল এবং ওষুধ কোম্পানিগুলোর খরচ বহনেও নজরদারি করে। এই সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকার ২০২৩ সালে সংশ্লিষ্ট খাতে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। সঠিক সুরক্ষা নিশ্চিত করে স্বাস্থ্য খাতের অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতেই ওজের উপর ভরসা রেখেছেন ট্রাম্প। ৬৪ বছর বয়সী ওজ একজন কার্ডিওথোরাসিক সার্জন হিসেবে প্রশিক্ষিত। হৃদযন্ত্র এবং ফুসফুসের অপারেশনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নিউইয়র্ক সিটির প্রেসবিটারিয়ান হাসপাতাল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
 
ঠিকানা/এসআর

কমেন্ট বক্স