Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আবারও প্রতিপক্ষের জালে ৭ গোল জার্মানির

আবারও প্রতিপক্ষের জালে ৭ গোল জার্মানির উয়েফা নেশনস লিগের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে তিক্ত অভিজ্ঞতা উপহার দিল জার্মানি। ছবি : সংগৃহীত
উয়েফা নেশন্স লিগের ম্যাচে বসনিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জার্মানি। গতকাল ১৬ নভেম্বর (শনিবার) ইউরোপা-পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭-০ গোলে জয়লাভ করেছে হুলিয়ান নাগলসম্যানের দল।

ম্যাচ শুরুর দুই মিনিটের আগেই বসনিয়ার জালে বল পাঠাল জার্মানি। এরপর আর বিরাম নেই। একর পর এক আক্রমণের ঢেউয়ে নাকাল বসনিয়া।

গ্রুপ এ-৩ থেকে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে আগেই জায়গা নিশ্চিত করেছিল জার্মানি। তাই এই ম্যাচটি ছিল শুধু নিয়মরক্ষার। কিন্তু এর মধ্যে নিজেদের শক্তি প্রমাণে কোনো ত্রুটি রাখেনি জার্মানি। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর নাগলসম্যানের অধীনে এটি ছিল জার্মানির সবচেয়ে বড় জয়।

ম্যাচে জোড়া গোল করেন টিম ক্লেইনডিয়েনস্ট ও ফ্লোরিয়ান ভিরটজ। বাকি তিন গোল করেন জামাল মুসিয়ালা, কাই হ্যাভেরটজ ও লিরয় সানে।

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে জার্মানি। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে খেলবে তারা। পরবর্তী ম্যাচটি হারলেও শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করবে নাগলসম্যানের দল। গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

উল্লেখ্য, জার্মানি সবসময়ই প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম, একবার গোল করা শুরু করলে তারা আর থামে না। ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই বিধ্বংসী রূপ দেখা গিয়েছিল। সেবার সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছিল জার্মানি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স