Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

২০ বছরের নিষেধাজ্ঞার পর এবার আরও ১০ বছর নিষিদ্ধ লংকান ক্রিকেটার

২০ বছরের নিষেধাজ্ঞার পর এবার আরও ১০ বছর নিষিদ্ধ লংকান ক্রিকেটার ছবি : সংগৃহীত
শ্রীলংকান সাবেক ব্যাটার দুলিপ সামারাবিরা ২০ বছরের নিষেধাজ্ঞা পাওয়ার এখনও দুই মাস পার হয়নি। এবার অস্ট্রেলিয়ায় অন্য এক নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণের দায়ে আরও ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা পেলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারের সঙ্গে অসঙ্গত আচরণের দায়ে গত ১৯ সেপ্টেম্বর সামারাবিরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করার কথা জানায়।

সে সময় ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স তখন বিবৃতিতে বলেছিলেন, ৫২ বছর বয়সী এই কোচের আচরণ ‘চরম নিন্দনীয়’ এবং ‘আমাদের সব ধরনের অবস্থানের সঙ্গে পুরোপুরি বিশ্বাসঘাতকতা।’

তবে সামারাবিরার এবারের ঘটনা অন্য আরেক নারী ক্রিকেটারের সঙ্গে। যেখানে তিনি ‘প্রাইভেট’ কোচ হিসেবে কাজ করার সময়ের ঘটনা সেটি, তবে তখনও তিনি ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ।

যদিও নতুন করে পাওয়া এই ১০ বছরের নিষেধাজ্ঞা তার আগের ২০ বছরের সঙ্গে বাড়তি যোগ হবে না, বরং এর মধ্যেই থাকবে। যেটির মানে, ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজ্য অ্যাসোসিয়েশনগুলো, বিগ ব্যাশ বা মেয়েদের বিগ ব্যাশ, কোথাও তিনি কোনো ধরনের কাজ করতে পারবেন না ২০৪৪ সাল পর্যন্ত। ততদিনে তার বয়স হবে ৭২ বছর।

এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শ্রীলংকার হয়ে সাত টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলেছন সামারাবিরা। ঢাকার ক্লাব ক্রিকেটেও তখন তিনি ছিলেন বড় নাম। অনেক স্মরণীয় ইনিংস তিনি উপহার দিয়েছেন ঢাকা লিগে। পরে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং কোচিংয়ে নাম লেখান। ব্যক্তিগত কোচিং করানোর পাশাপাশি তিনি প্রায় ১৬ বছর কাজ করেছেন ক্রিকেট ভিক্টোরিয়ার উইমেন’স প্রোগ্রামের কোচ হিসেবে।

এদিকে ২০১৫ সালে উইমেন’স বিগ ব্যাশের প্রথম আসর থেকেই তিনি ছিলেন মেলবোর্ন স্টার্সের সহকারী কোচ। গত মৌসুমের বেশির ভাগ সময় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান কোচ। এই মৌসুমে তার মূল কোচ হিসেবেই দায়িত্ব নেওয়ার কথা ছিল।

তার ছোট ভাই থিলান সামারাবিরা ক্রিকেট বিশ্বে আরও অনেক বেশি পরিচিত নাম। শ্রীলংকার হয়ে ৮১ টেস্ট ও ৫৩ ওয়ানডে তিনি খেলেছেন। বাংলাদেশ, শ্রীলংকা, নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা ছাড়াও নানা দলে দায়িত্ব পালন করেছেন তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স