Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’

১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’ নিউইয়র্কে মিট দ্য প্রেসে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ (ডানে) এবং গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর। ছবি-সংগৃহীত।
১৫ নভেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে একযোগে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সুপার হিরো শাকিব খান অভিনীত বাংলা সিনেমা ‘দরদ’। যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিস্কো, ইলিনয়ের শিকাগো, ম্যাসাচুসেটসের বোস্টন এবং কানেকটিকাটে ১৫ নভেম্বর শুক্রবার প্রথম দফায় মুক্তি পাচ্ছে ‘দরদ’।  
শাকিব খান অভিনীত জনপ্রিয় ছায়াছবি ‘তুফান’ এর আকাশচুম্বী সাফল্যের পর বায়োস্কোপ ফিল্মস যুক্তরাষ্ট্র এবং কানাডায় ‘দরদ’ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। গত ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে রিভারটেল হেডকোয়ার্টারে আয়েজিত মিট দ্য প্রেসে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ জানান, দরদ বায়োস্কোপ ফিল্মসের ৪৮ তম পরিবেশনা । ১৫ নভেম্বর শুক্রবার নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসসহ বেশ কয়েকটি শহরে ‘দরদ’ মুক্তি পাবে। পরবর্তী ২২নভেম্বর  শুক্রবার সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমাস এবং হিক্সভিল-এর শোকেস ব্রডওয়ে থিয়েটারে সপ্তাহব্যাপী চলবে দরদ।
সিনেমাটির সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাজ হামিদ বলেন,দরদ আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র। তুফান-এ যেমন মেগা স্টার শাকিব খানকে দর্শক লুফে নিয়েছেন, দরদেও শাকিব খানকে দর্শক বেশ কমপ্লেক্স চরিত্রে দেখবেন। শাকিব খান কেবল ঢাকার দর্শকদের ভেতরই নয়, উত্তর আমেরিকার বাংলা ছবি প্রেমিকদের মধ্যেও মজবুত আসন তৈরী করে নিয়েছেন। দরদ সিনেমায় মেগাস্টার শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মুম্বাই নায়িকা সুনল চাওহান এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।
দরদ নিয়ে ছবির পরিচালক অনন্য মামুন বলেন, ‘দরদ’ একটি প্যান ইন্ডিয়ান এবং বিশ্বব্যাপী একযোগে চারটি মহাদেশে একই দিনে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলাদেশের চলচ্চিত্র হতে যাচ্ছে । দরদ-এ একটি গল্প আছে , গল্প বিন্যাস আছে। আর সাথে আছে শাকিব খান এবং সুনাল চাওহান-এর অনবদ্য অভিনয় এবং কেমিস্ট্রি। ছবি’র গানগুলো দর্শক মন ছুঁয়ে যাবে। নিউইয়র্কে দরদ-এর মুক্তির অপেক্ষায় আছেন বহু শাকিব ভক্ত এবং অনুরাগী।
‘দরদ’ পরিচালনা ছাড়াও গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। ছবিটির চিত্রগ্রহণ করেছেন ভেঙ্কটেশ গঙ্গাধারি, এডিটে ছিলেন সোম্নাথ দে এবং মিউজিক করেছেন আরাফাত মাহমুদ। দরদ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নাকাশ আজিজ, ইমরান মাহমুদুল এবং নোবেল।
‘দরদ’-এর নিউইয়র্কে প্রচারে ইভেন্ট পার্টনার কনসার্ট আয়োজনে খ্যাত গ্যালাক্সি মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, দেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রবাসিরা এখন বিনোদন খুঁজছেন। তার প্রমাণ গ্যালাক্সি মিডিয়া আয়োজিত আর্টসেল এবং ওয়ারফেজ এর কনসার্টে বিপুল দর্শক সমাগম।
-



 

কমেন্ট বক্স