Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
নিউইয়র্কে ঢাবি অ্যালামনাই’র নতুন কমিটি

আলম প্রেসিডেন্ট, রুহুল সেক্রেটারি

আলম প্রেসিডেন্ট, রুহুল সেক্রেটারি সভাপতি এম. এস. আলম (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সরকার
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের নতুন কমিটির নির্বাচনে (২০২৫-২০২৬) সভাপতি পদে এম. এস. আলম এবং সাধারণ সম্পাদক পদে মো. রুহুল আমিন সরকারসহ কার্যকরী পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউর একটি রেস্টুরেন্ট মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।
১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ এবং ছয় সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল আউয়াল সিদ্দিকী। এসময় ডেপুটি চেয়ারম্যান খোরশেদ এ. চৌধুরী এবং ড. মোহাম্মদ আরিফ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি এম. এস. আলম, সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা, সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান ও মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্যক্ষ মোহা. হানিফ মজুমদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল মুর্শেদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুন নাহার নূপুর, দপ্তর সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী, প্রচার ও গবেষণা সম্পাদক মো. আলমগীর শরীফ, তথ্যপ্রযুক্তি ও সোস্যাল মিডিয়া সম্পাদক ইশতিয়াক ফিরোজ এবং কার্যকরী সদস্য মো. শামসুদ্দিন গাজী, মো. আজহার আলী খান, সাইফুল ইসলাম ভূঁইয়া, সুশীল সিনহা ও বেলাল মাহমুদ।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সাঈদা আক্তার লিলি, মোহাম্মদ হোসেন খান, স্বপন বড়ুয়া, আবুল কালাম আজাদ তালুকদার, মোহাম্মদ তাজুল ইসলাম ও মোল্লা মনিরুজ্জামান।
উপস্থিত সকলে নতুন কার্যনির্বাহী কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাদের দক্ষ পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
-




 

কমেন্ট বক্স