Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সিটির সমস্যা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন অ্যাডামস

সিটির সমস্যা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন অ্যাডামস
মেয়র এরিক অ্যাডামস ৬ নভেম্বর বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ‘শহরের বিভিন্ন সমস্যা’ সমাধানের জন্য একসাথে কাজ করার বিষয়ে কথা বলেছেন। তবে তারা অভিবাসীদের গণ নির্বাসন বা অ্যাডামসের বিচারাধীন ফৌজদারি মামলা নিয়ে আলোচনা করেছেন কিনা- এ ব্যাপারে মেয়র সুনির্দিষ্টভাবে কিছু জানাননি।
মেয়র ৭ নভেম্বর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি গতকাল প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে জানিয়েছি যে এখানে এই শহরে অনেক সমস্যা রয়েছে যেগুলো সমাধানের জন্য আমরা প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করতে চাই।’
অ্যাডামস আরও বলেন, জননিরাপত্তার বিষয়ে ট্রাম্পের সাথে ‘অভিন্ন ভিত্তি’ খুঁজে পেতে সক্ষম হবেন বলে তিনি আত্মবিশ্বাসী। হোয়াইট হাউসের জন্য প্রচারণার সময় ট্রাম্প নিরাপত্তার বিষয়ে ডেমোক্র্যাটদের দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করে নিউইয়র্কের মতো শহরের বিভিন্ন অপরাধ তুলে ধরেন।
অ্যাডামস বলেন, ‘এই বৃহৎ শহরটিকে নিরাপদ রাখতে আমি যেকোনো ব্যক্তি এবং প্রয়োজনে সবার সাথে সমন্বয় করার জন্য উন্মুখ।’
তারা নবনির্বাচিত প্রেসিডেন্টের গণ নির্বাসনের হুমকির বিষয়ে কথা বলেছেন বা তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন কিনা- এ ব্যাপারে মেয়র কিছু বলতে রাজি হননি। ট্রাম্পের ভবিষ্যত মার্কিন অ্যাটর্নি জেনারেল ফেডারেল দুর্নীতি মামলায় তাকে সাহায্য করতে পারেন কিনা সে প্রশ্নের উত্তরও দেননি তিনি।
অ্যাডামস বলেন, ‘আমি ব্যক্তিগত কথাবার্তায় যেতে যাচ্ছি না।’
মেয়র আরও বলেন, তিনি এখনো পানি সরবরাহ থেকে ফ্লুরাইড অপসারণ করার বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি’। কারণ এটি একটি খনিজ পদার্থ যা দাঁতকে শক্তিশালী করতে ও ক্ষয় রোধ করতে সাহায্য করে।

কমেন্ট বক্স