Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

‘এক বালতি দুধে  এক ফোঁটা চোনা’

‘এক বালতি দুধে  এক ফোঁটা চোনা’
প্রবাদ আছে - ‘এক বালতি দুধে এক ফোটা চোনাই যথেষ্ট’। গত ১১ নভেম্বর রোববার রাতে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী সেলিম-আলী প্যানেলের বিজয় উৎসবের আনন্দে ব্যাঘাত ঘটিয়েছেন দুই-তিন জন প্রবাসী, যারা একটি আঞ্চলিক সংগঠনের কর্মকর্তা। ওই সংগঠনের সভাপতি একজন কথিত ব্যবসায়ী। 
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইকে নাম ঘোষণা এবং মঞ্চে উঠতে দিতে দেরী হওয়ায় ওই ব্যবসায়ী চিৎকার শুরু করেন। এমনকী তার সাথে থাকা আরেক ব্যক্তি অশ্লীল ভাষা প্রয়োগ করতে থাকেন। এ নিয়ে উত্তেজনা ও বাক-বিতন্ডার সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতে সংগঠনগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ পর্ব স্থগিত করা হয়। ফলে অনেকেই নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে পারেননি। 
উপস্থিতি অনেককে বলতে শোনা যায়- এত সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে, অথচ কিছু দুষ্টু লোক অনুষ্ঠানটি নষ্ট করতে এসেছে। এটি নিন্দনীয়। ভবিষ্যতে এদের বর্জন করা উচিত। তারা বলেন, বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে এই বিজয় উৎসব স্মরণীয় হয়ে থাকার মত অনুষ্ঠান। অথচ দুষ্টু লোকেরা ‘এক বালতি দুধে এক ফোটা চোনা’ ঢেলে দিলো। 

কমেন্ট বক্স