স্পেন থেকে তুতিউর রহমান : স্পেনের সান্তা কলোমায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।  শনিবার (৯ নভেম্বর) দিবসটি উপলক্ষে  সান্তা কলোমা বিএনপি এর উদ্যোগে  স্থানীয় একটি রেস্তোরাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও কাতালোনিয়া বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মামুন রহমান এর সঞ্চালোনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপি'র সভাপতি শফিউল আলম শফি। প্রধান বক্তা ছিলেন কাতালোনিয়া বিএনপি'র সাধারণ সম্পাদক আজমান আলী। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তা কলোমা বিএনপি নেতা ফয়েজ আহমদ, বখতিয়ার রহমান, কাতালোনিয়া বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, কাতালোনিয়া বিএনপি'র প্রচার সম্পাদক লায়েবুর রহমান, স্পেন যুবদল (দক্ষিণ) এর সভাপতি ফয়সাল মোল্লা, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটু, ভয়েজ অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমেদ প্রমূখ। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন ফরহাদ মির রাজন, আশিকুর রহমান, দবির আহমেদ, সাজ্জাদ শালু, ইকবাল আহমেদসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা  ১৯৭৫ সালের ৭ নভেম্বরের তাৎপর্য আলোচনা করেন।  বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। এই দিন থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। সভায়   বক্তারা আওয়ামী দু:শাসনের স্মৃতি তুলে ধরে আরো বলেন, আগষ্টে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও পরাজিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে নিমগ্ন রয়েছে। দেশে বিদেশে জাতীয়তাবাদী সরকারের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
                           
                           
                            
                       
     
  
 

 
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
