Thikana News
১৪ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪


 

নতুন উপদেষ্টা ৫ জনের মধ্যে শপথ নিচ্ছেন ৩ জন

নতুন উপদেষ্টা ৫ জনের মধ্যে শপথ নিচ্ছেন ৩ জন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। ছবি : সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন ৫ উপদেষ্টার মধ্যে আজ শপথ নিচ্ছেন তিনজন। তালিকায় ঠিক কারা রয়েছেন, তা জানাননি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি বলেন, শেষ মুহূর্তে রদবদলও হতে পারে। ১০ নভেম্বর (রবিবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতক্ষণ না পর্যন্ত শপথ গ্রহণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব নয়, কারা কারা উপদেষ্টা হচ্ছেন। কারণ, এটা শেষ মুহূর্তে রদবদলও হতে পারে। যেটুকু জেনেছি, সেই অনুযায়ী আমরা প্রস্তুত আছি। আমরা বঙ্গভবনে যাব, ওখানে চূড়ান্ত হবে এবং আজকে শপথ অনুষ্ঠিত হবে।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে ২৪ জন হবে।

নতুন করে উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, অধ্যাপক মো. সায়েদুর রহমান ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিন।

অধ্যাপক মো. সায়েদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক। তিনি গত ২৭ আগস্ট বিএসএমএমইউতে উপাচার্য হিসেবে নিয়োগ পান। সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

আর মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে আসছেন।

তাদের মধ্য থেকে ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম আজ শপথ নেবেন বলে জানা গেছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স