Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন বিপদে আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন বিপদে আইসিসি
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর নিয়ে জটিলতা যেন থামছেই না। বিশেষ করে আসরকে ঘিরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে ভিন্ন লড়াই। কারণ, আয়োজক দেশ পাকিস্তানে দল পাঠাতে নারাজ ভারত। সেখানে টুর্নামেন্টকে ঘিরে পাকিস্তানে কোনো অনুষ্ঠানেও যোগ দিতে রাজি নয় তারা। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি অনুষ্ঠানকে বাতিল করতে বাধ্য হয় আইসিসি।

মূলত ১১ নভেম্বর লাহোরে আগামী বছরের প্রতিযোগিতা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিত শর্মাদের পাকিস্তানে পাঠাবে না জানিয়ে দেওয়ার পর সেই অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন আইসিসি কর্তারা।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। এক দিনের ক্রিকেটে বিশ্বের সেরা ৮টি দল খেলবে এই প্রতিযোগিতায়। ১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে আইসিসির কোনো প্রতিযোগিতা হওয়ার কথা।

এদিকে পাকিস্তানে দল পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আপত্তির কথা আইসিসিকে মৌখিক ভাবে জানিয়েছেন বিসিসিআই কর্তারা। হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের দাবিও করা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের ম্যাচগুলি কোথায় হবে, তা এখনও অনিশ্চিত। জটিলতা কাটাতে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের সঙ্গে আলোচনা করছেন আইসিসি কর্তারা।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি শনিবার বলেছেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কোনো দেশ পাকিস্তানে দল পাঠাতে না চাইলে, লিখিত ভাবে নির্দিষ্ট কারণ জানতে হবে। এখনও পর্যন্ত হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন নিয়ে আমাদের সঙ্গে কেউ কথা বলেনি।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স