যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত ডিসেম্বরে আরব আমিরাতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। বছর ঘুরে চলে এসেছে যুব এশিয়া কাপের আরেকটি আসর, এবারও অনূর্ধ-১৯ এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। দুবাইতে ২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন শিরোপা ধরে রাখার প্রস্তুতি পর্বের বিস্তারিত, ‘মাত্রই আরব আমিরাতের বিপক্ষে একটা সিরিজ শেষ হওয়ার পর ছেলেরা এখন একটু বিরতিতে আছে। ১৩ নভেম্বর ক্যাম্প শুরু হবে সিলেটে। সেখানে সেন্টার উইকেটে অনুশীলন হবে, নিজেদের ভেতর ইন্ট্রা-স্কোয়াড ম্যাচও হবে। আমরা দুবাইতে একটু আগে যাব, সেখানেও ৩ দিনের একটা ক্যাম্প হবে। আমরা চেষ্টা করছি একটা অনুশীলন ম্যাচ খেলার, ভারতের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা অনেক দূর এগিয়েছে।’
বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, এরপর ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দুবাইতে আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে, ৬ ডিসেম্বরে। ৮ ডিসেম্বর ফাইনাল।
টানা ম্যাচ খেলার সূচি থাকায় ১৪ জনের মূল স্কোয়াডের বাইরেও ২-৩ জন ক্রিকেটার দলের সঙ্গে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দুবাই যাবেন বলে জানিয়েছেন কাওসার। যুব এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৩০ নভেম্বর। তাদের গ্রুপের অন্য দুই দল আরব আমিরাত ও জাপান।
ঠিকানা/এনআই