মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য বিজয়ী হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইতিহাসের সেরা প্রত্যাবর্তন করায় আপনাকে অভিনন্দন। হোয়াইট হাউসে আপনার আগমন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও দৃঢ় করবে।’
নেতানিয়াহু আরও বলেন, ‘এই জয় বিশাল। আপনাকে অভিনন্দন।’
নেতানিয়াহু ছাড়াও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। এছাড়া অবিনন্দ জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও।
ট্রাম্প নিজেই তার বিজয় ঘোষণা করেছেন, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করা হয়নি। ম্যাজিক ফিগার ২৭০ ভোট থেকে আর মাত্র ৩ ভোট দূরে আছেন তিনি। তার প্রতিপক্ষ কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট। তাই ট্রাম্পের জয়ের সম্ভানই প্রবল।
ঠিকানা/এএস