Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

নিষ্পাপ ভাগ্যচক্র

নিষ্পাপ ভাগ্যচক্র





 
রাষ্ট্র তোমার রাজস্ব নিয়ে চলছে ছলাকলা
সাধারণেরা শিকলবন্দী নেই তো কিছু বলা,
চারদিকে শুধু হাহাকার, বাড়ছে পণ্যের দাম
শূন্য তুমি, নিঃস্ব তুমি শুধুই স্বাধীনতার নাম।

ভেঙে গেছে সকল শাসন পঙ্গু হয়েছ তুমি
অনিরাপদে মানুষ যত আঁকড়ে আছে ভূমি,
অন্ন, বস্ত্র, বাসস্থানে হিমশিম খাচ্ছে জনতা
ফাঁকা বুলিতে যারা আসল কাজে মৌনতা।

আজ শিশু জন্ম নিয়ে হচ্ছে ঋণের ভাগীদার
নিষ্পাপে ভাগ্যচক্রে ঋণ পরিশোধে দাবিদার।
 

কমেন্ট বক্স