Thikana News
০৭ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪




 

ভাবতে শিখুন

ভাবতে শিখুন


সমাজ না হলে বিজ্ঞানমুখী অশিক্ষা ঘিরে থাকবে,
জগদ্দলের হটবে না বোঝা আঁধারে আগামী ঢাকবে।
আধুনিক জ্ঞানে না আগালে শিশু পিছিয়ে পড়বে বিশ্বে,
থাকবে না তারা সমুখসমরে এগিয়ে যাবার দৃশ্যে!

কচি মাথা যারা চিবাচ্ছ রোজ হিংসা বিভেদে টানছ,
গর্ত খুঁড়েই পরের জন্য নিজের বিপদ আনছ।
যুক্তি জ্ঞানের না জ্বালালে আলো হয়ে যাবে তারা অন্ধ,
চিন্তা করার হারাবে শক্তি বাড়বে সমাজে দ্বন্দ্ব।

হচ্ছে বিশ্ব দিন দিন ছোট গ্লোবাল ভিলেজ বলছে,
উপমহাদেশ অন্ধ ধর্মে সাম্যকে পায়ে দলছে।
মানুষ ঊর্ধ্বে সবার কিন্তু দাও জ্ঞান রুচি জাগিয়ে,
করো না মিথ্যা হানাহানি ভায়া ধর্মে বিভেদ লাগিয়ে।

মানবতা ছাড়া হয় না ধর্মÑধর্ম টানে না পক্ষ,
নীতিকথা হলো ধর্মের মূল ধরে রাখো তার লক্ষ্য।
ধর্মের আগে এসেছে মানুষ মানুষ এনেছে ধর্ম,
মানবিক হও সবার অগ্রে বুঝে নাও তার মর্ম।

সম্প্রীতি দিলে সম্প্রীতি মিলে এটাই আসল সত্য,
না মানলে কেহ বলি না মানুষ আসলেই তারা দৈত্য।

 

কমেন্ট বক্স