Thikana News
০৩ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

আতশির প্রেম

আতশির প্রেম
ঝিঁঝি ডাকে রাতে বনের কষ্ট মায়া
জ্বলন্ত মোমবাতির মৃদু আলো-ছায়া
আত্মহননের অসহ্য যন্ত্রণার ঘোরে
আতশির আত্মা জাগে বনের গভীরে

শ্মশানঘাটের পাশে বনের গভীরে
রাতের বাদুড় উড়ে যায় চক্রাকারে
শুকনো পাতার মচমচে পথের বাঁক
হুতুম প্যাঁচার ছদ্মবেশে আতশির ডাক

গলা মোমবাতি নিভে নিভে জ্বলে
অবসন্ন রাতের পথিক পথ যায় ভুলে
আতশির কালো চোখ বলে মৌনতায়
আয় তুই ভালোবাসা দিয়ে যা আমায়

হঠাৎ ভেসে আসে চাপা কান্নার রোল
একে একে নিভে যায় মোমবাতির দোল
আঁধার গিলে খায় রাতের কল্পনা
আতশি আগলে ধরে পথের সীমানা

কমেন্ট বক্স