কবিতার সনে আছি প্রতিক্ষণে
বিলিয়েছি তাতে প্রাণ,
যাহা কিছু দেখি কবিতাতে লেখি
পাই তাতে সুখ ঘ্রাণ।
ভাবনার নায় চড়িয়া বেড়ায়
আমার খ্যাপাটে মন,
জীবনের কথা লিখি আমি যথা
দিবা-নিশি প্রতিক্ষণ।
মানুষের মাঝে অনাচার রাজে
চলিতেছে কত আজ,
মসির দ্বারাতে এসব তাড়াতে
রাখি না যে কভু লাজ।
দুখীর রোদনে আমার বোধনে
মানিতে পারে না বসে,
দুরাচার নাশে রুখি আমি ত্রাসে
কাব্যে শব্দ চষে!
যেথা আছে প্রীতি গাহি তারি গীতি
করিনি তো এতে ভুল,
সাম্যের বাণী লেখনীতে আনি
জগতে ফোটাতে ফুল।