হৈমন্তিক দোলাতে আজ মন হলো উদাস
হলুদ সাজে মাঠের শোভা
শেষ বিকেলে সূর্য ডোবা
মিহি বাতাস আলগোছে দেয় শীতেরই আভাস।
হেমন্তেরই চিঠি নিয়ে ডাকছে কুটুম পাখি
সবুজ ঘাসে শিশির বিন্দু
মনে জাগায় খুশির সিন্ধু
রাতের বুকে ছাতিম সুবাস বিভোর হয়ে থাকি।
কৃষাণ বাড়ি ব্যস্ত কাজে উঠবে নতুন ধান
নতুন চালের পিঠা হবে
হাসি গানে মেতে রবে
নবান্নেরই উৎসবে হায় জুড়ায় সবার প্রাণ।
 
                           
                           
                            
                       
     
  
 

 নুশরাত রুমু
 নুশরাত রুমু  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
