Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সাজিদ-নোমানের ঘূর্ণিতে সিরিজ জিতলো পাকিস্তান

সাজিদ-নোমানের ঘূর্ণিতে সিরিজ জিতলো পাকিস্তান ছবি : সংগৃহীত
মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে চরম সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। এরপর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ টেস্টে সাজিদ খান ও নোমান আলির ঘূর্ণিতে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ২-১ এ সিরিজ নিজেদের করে নিয়েছে শান মাসুদের দল।

নিজেদের প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সৌদ শাকিলের সেঞ্চুরিতে ৩৪৪ রানে অলআউট হয় পাকিস্তান। ২২৩ বলে ১৩৪ রান করেন শাকিল। ৭৭ রানের লিড পায় স্বাগতিকরা।

৭৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই পাক স্পিনার সাজিদ ও নোমানের তোপের মুখে পড়ে ইংলিশ ব্যাটাররা। এই পাক স্পিনারের ঘূর্ণিতে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে জো রুট করেন সর্বোচ্চ ৩৩ রান। পাকিস্তানের পক্ষে নোমান ৬টি ও সাজিদ নেন ৪টি উইকেট।

জয়ের পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৬ রানের। ছোট্ট এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন পাক অধিনায়ক শান মাসুদ। 


ঠিকানা/এএস 

কমেন্ট বক্স