ধানের শিশু বদলাবে রং
হিম কুয়াশার আদর মেখে,
রোদের হাসি ঝিল মিলাবে
মুগ্ধ হবে কৃষক দেখে!
নরম রোদে শীতের পরশ
যাবে সবাই আলতো ছুঁয়ে,
হাসবে ধানে সোনা ঝরা
হেমন্তের ওই ভুঁঁইয়ে ভুঁইয়ে!
মল্লিকা আর হলুদ গাঁদা
ঝলমলাবে আপন রূপে,
কামিনী তার ঘ্রাণ ছড়াবে
বাতাস এলেই চুপে চুপে!
খেজুর গাছের খোল ছাড়াবে
গাঁয়ের যারা আছে গাছি,
ফোঁটায় ফোঁটায় অমৃত রস
দেবে গাছে অমনি যাচি!
আঁকবে স্বপন কৃষাণ বধূ
ভরসা ভরা মনের কোণে,
ভাসবে চোখে আগামী এক
যাবে আশার জালটি বুনে!