Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


বিশেষ কর্মীদের জন্য কুয়েতে ফের চালু হচ্ছে ওয়ার্কিং ভিসা

বিশেষ কর্মীদের জন্য কুয়েতে ফের চালু হচ্ছে ওয়ার্কিং ভিসা



 
বিদেশিদের জন্যে কুয়েতে ফের চালু হচ্ছে ওয়ার্কিং ভিসা। তবে শুধুমাত্র অস্থায়ী সরকারি প্রকল্পগুলোর কর্মীদের দেওয়া হবে এই ভিসা। দেশটিতে ২ বছরেরও বেশি সময় ধরে স্থগিত ছিলো এই ওয়ার্কিং ভিসা। ২০ অক্টোবর (রবিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট এক্সে কুয়েতের ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসেফ সাউদ আল সাবাহের কার্যালয় থেকে পোস্ট করা এক বার্তায় জানানো হয়েছে এ তথ্য। 

বার্তায় এ প্রসঙ্গে আরও বলা হয়, যেসব সরকারি প্রকল্পের স্থায়িত্ব এক বছরেরও কম, সেগুলোকেই অস্থায়ী প্রকল্পের ক্যাটাগরিভুক্ত করেছে কুয়েতের সরকার।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের অন্যান্য ধনী দেশের মতো কুয়েতেও সেখানকার আদি বাসিন্দাদের তুলনায় অভিবাসীদের সংখ্যা বেশি। অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে ২০২২ সালের জুনের শেষ দিক থেকে ওয়ার্কিং, পর্যটন, পারিবারিকসহ বিভিন্ন ধরনের ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে কুয়েতের সরকার। সূত্র: গালফ নিউজ

কমেন্ট বক্স