Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


প্রথম নারী গভর্নর পেল কুর্দিস্তান

প্রথম নারী গভর্নর পেল কুর্দিস্তান ছবি সংগৃহীত



 
ইরানের কুর্দিস্তান প্রদেশের প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সৌদাবেহ জরগাহম নেজাদকে। এ জন্য তাকে অভিনন্দনও জানানো হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে ইরান সরকারের নারী মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, জরগাহম নেজাদের এই নিয়োগ ইরানে নারীদের দক্ষতার প্রতিফলন।

কুর্দিস্তানের গভর্নর হিসেবে নিয়োগের আগে জরগাহম নেজাদ কুর্দিস্তান গভর্নর জেনারেলের কার্যালয়ের নারীবিষয়ক বিভাগে কাজ করছিলেন।

তার এই নিয়োগ মূলত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ। যার লক্ষ্য ছিল সরকারি পদগুলোতে লিঙ্গবৈষম্য কমানো।

এ ছাড়া এই নিয়োগ এমন এক সময়ে হলো, যখন দুই বছরেরও বেশি সময় আগে কুর্দি বংশোদ্ভূত তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তী সময়ে বিদেশি মিডিয়া ও এজেন্টদের দ্বারা সহিংস দাঙ্গায় রূপ নিয়েছিল। সূত্র : ইরনা

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স