Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 
কানাডা ও মমতাকে ঠেকাতে মোদির মহাকৌশল, ভিসা বিপ্লব

বিশ্বের উদারতা, ভারতের কঠোরতা সালেম সুলেরী

বিশ্বের উদারতা, ভারতের কঠোরতা সালেম সুলেরী


বিশ্বের দেশে দেশে ভিসার দরজা খুলছে বাংলাদেশ। শ্রমবাজারে ঢুকতে খুলে যাচ্ছে জটিলতার জট। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গুনছে সাফল্য। মধ্যপ্রাচ্য, কানাডা, ইতালি, মালয়েশিয়া বাড়িয়েছে হাত। কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কাটছে না জটিলতা। 
একযোগে ২০ হাজার ভিসা বাতিল করেছে তারা। অধিকাংশই পশ্চিমবঙ্গ হতে প্রবেশের কথা। এতে মমতা ব্যানার্জির রাজ্য সরকার পড়েছে বিপাকে। হোটেল-মোটেল, পরিবহন সবকিছুতে মহা-মন্দা। রাজস্ব নিয়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। কানাডার সঙ্গে ভারত সরকারের সম্পর্কের জটিলতা বেড়েছে। নিজস্ব রাষ্ট্রদূত প্রত্যাহার করা হয়েছে কানাডা থেকে। সমস্যা সমাধানে ড. ইউনূসের সহায়তা প্রত্যাশা করেছে উভয় পক্ষ। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এখন কানাডা ভ্রমণে। ফলে বিশ্ব ঘটনাবলিতে বাংলাদেশ হয়ে উঠেছে নতুন দূত। শ্রমবাজার নিয়ে বিশ্ব বনাম বাংলাদেশের জটিলতা অনেকটা কেটেছে। যথা আরব আমিরাতে সাজপ্রাপ্ত ৫৭ শ্রমিকের মুক্তি। ভিসা জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারাদের প্রেরণ। ১৮ হাজার শ্রমিক প্রেরণে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতিশ্রুতি। ইতালির দূতাবাসে স্থগিত ভিসাসমূহ সচলীকরণ। কানাডায় শিক্ষার্থী ভিসাপ্রাপ্তি সহজীকরণ। এসবের পাশাপাশি দেশের বিমানবন্দরসমূহে প্রবাসীরা সম্মানিত হচ্ছেন। প্রবাসী শ্রমিক বা অভিবাসীরা ভিআইপি মর্যাদা পাচ্ছেন। বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সক্রিয়তা দেখাচ্ছেন। তবে নোবেলজয়ী ড. ইউনূসের সুনাম সমস্যা সমাধানে ভূমিকা রাখছে। ইতালীয় দূতাবাসে ৪০ হাজার ভিসাপ্রার্থী জটিলতায় ভুগছিলেন। সরকারের হস্তক্ষেপে সমস্যাগুলো এখন সমাধানের পথে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টির দেখভাল করছেন।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ড. ইউনূস ছিলেন জাতিসংঘে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ সময়ে সাক্ষাৎ করেন। ভারতের সঙ্গে স্থগিত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণে সহযোগিতা চান। প্রত্যুত্তরে বলেন, বাংলাদেশের সঙ্গেও সম্পর্কের উত্তরণ প্রয়োজন।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-গণ অভ্যুত্থানে পরিস্থিতি জটিল হয়েছে। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বিদেশ ভ্রমণে ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর সংবাদ বেরিয়েছে। অন্যদিকে বিচারকাজে আসামিরূপে হাসিনাকে খুঁজছে সরকার।
ইতিমধ্যে ২০ হাজার ভারতীয় ভিসা বাতিল হয়েছে। আবেদনকারীরা পাসপোর্টসহ ভিসা ফরম জমা দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত তারিখে ভিসা নিতে গিয়ে ব্যর্থ হন। একাধিকবার তারিখ বদল করার ফলে উত্তেজনা দেখা দেয়। কেউ কেউ ভিসা সেন্টারে প্রতিবাদী স্লোগানও দিয়েছিলেন। এটিকে অছিলা ধরে বাতিল করা হয় সকল আবেদন। ভারত গমনে ইচ্ছুক বাংলাদেশিরা এমন সিদ্ধান্তে অবাক হন।
ভিসা অফিস অবশ্য মেডিকেল ভিসা প্রদানে সম্মতি জানায়। তবে সেটি ব্যয়বহুল ও জটিল বলে অভিযোগ উঠছে। প্রতিবেশী দেশ ভারতের ভিসা বন্ধে নানা তথ্য মিলছে। সচেতন মহলের মতে, এতে সর্বোচ্চ ক্ষতি পশ্চিমবঙ্গ রাজ্যের। আরজি কর হাসপাতালে ডা. মৌমিতা ধর্ষিত ও নিহত হয়েছিলেন। সেই শোকে এখনো প্রতিবাদমুখর কলকাতা। পাশাপাশি বাংলাদেশিদের আগমন নিষিদ্ধ। ফলে পুরো পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে অর্থনৈতিক অচলাবস্থা। পশ্চিমবঙ্গ সরকারকে বিপদাপন্ন করতে ভিসা জটিলতা বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের তরফে এমন উদ্যোগকে ষড়যন্ত্র বলছে পশ্চিমবঙ্গ।

কমেন্ট বক্স