Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন নীতি ঘোষণা করবে চীন

অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন নীতি ঘোষণা করবে চীন ছবি : সংগৃহীত



 
অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন নীতি গ্রহন করছে চীন। ১২ অক্টোবর (শনিবার) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ল্যান ফোয়ান।

অর্থমন্ত্রী ল্যান ফোয়ান জানান, অর্থনীতিতে সহায়তা করতে খুব শিগগির তারা ক্ষুদ্র ক্ষুদ্র বাজেট প্যাকেজ চালু করবে। এই পদক্ষেপের মাধ্যমে চীন তার বার্ষিক বাজেট লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে এবং অর্থনীতি আরও স্থিতিশীল হবে।

এর ফলে চীনের মানুষের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে এবং অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়বে।

যদিও এই প্যাকেজগুলো নিয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এই প্যাকেজগুলোতে রয়েছে, ব্যক্তি ও ব্যবসায় করের হার কমানো, সড়ক, রেলপথ, বিদ্যুৎ ইত্যাদি মৌলিক অবকাঠামো নির্মাণে সরকারি ব্যয় বৃদ্ধি, ঋণের সুদহার কমানো এবং ক্ষুদ্র ব্যবসায় ঋণ সহায়তা।


ঠিকানা/এএস 

 

কমেন্ট বক্স