Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ব্রহ্মচারিণী মা দুর্গা

ব্রহ্মচারিণী মা দুর্গা
শিশিরভেজা শরৎ প্রাতেঃ বাজছে মায়ের আগমনের সুর,
এবার হয়তো বিনাশিত হবে সমাজের নব্য অসুর।

শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা কুশমান্ডা, কাত্যায়নী তুমিই স্কন্ধমাতা,
কালোরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিধাত্রী নয়টি রূপের নামে তুমিই জগতের ত্রাতা।

কৈলাস থেকে এসেছেন পার্বতী মা এই মর্ত্য ধামে,
জগৎ জননী, দুর্গতিনাশিনী বলে ডাকি মা দুর্গা নামে।

আসবে আসবে বলে তুমি অপেক্ষার পালা হলো শেষ,
স্বর্গীয় আনন্দ ভালোবাসায় পুজোর কদিন থাকব আমরা সবাই বেশ।

সিংহ বাহিনী নিয়ে আসছ তোমার বাপের বাড়ি,
অন্তর শুদ্ধ করো মোদের চাই না আমরা বাড়ি গাড়ি।

তোমার আগমনে জাগতিক ধামে দুঃখ বেদনা ভুলে থাকব পঞ্চদিন,
তোমার বিদায়ে বেদনায় অশ্রু নয়নে আশীর্বাদের প্রতীক্ষায় থাকব প্রতিদিন ॥
 

কমেন্ট বক্স