পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় ২০ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৭ জন। শুক্রবার (১১ অক্টোবর) দেশটির পুলিশ এসব হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। খবর ডনের।
গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে এটি সর্বশেষ হামলার ঘটনা। রাজধানীতে আয়োজিত একটি বড় নিরাপত্তা শীর্ষ সম্মেলনের কয়েক দিন আগে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটল।
পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান নাসির বলেন, বৃহস্পতিবার গভীর রাতে বন্দুকধারীরা দুকি জেলার কয়লা খনির আবাসনে ঢুকে পড়ে। পরে তাদের ঘিরে ফেলে এবং গুলি চালায়।
নিহতদের অধিকাংশই বেলুচিস্তানের পশতুনভাষী এলাকার। এ ছাড়া নিহতদের তিনজন ও আহতদের মধ্যে চারজন আফগান নাগরিক। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
প্রদেশটি পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত। এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অনেকেই স্বাধীনতা চায়। তাদের অভিযোগ, ইসলামাবাদের কেন্দ্রীয় সরকার স্থানীয়দের ক্ষতিগ্রস্ত করে তেল ও খনিজসমৃদ্ধ বেলুচিস্তানকে অন্যায়ভাবে শোষণ করছে।
ঠিকানা/এনআই