জয় দিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও ইংল্যান্ডের কাছে হারতে হয় টাইগ্রেসদের। সেমির লড়াইয়ে টিকে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন ম্যাচে স্বল্প পুঁজি পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ক্যারিবিয়ানদের মাত্র ১০৪ রানের টার্গেট দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। সাথী রানী ১২ বলে ৯ ও দিলারা আক্তার ১৮ বলে ১৯ রান করে আউট হন।
এরপর সুবহানা মোস্তারি ও জ্যোতি মিলে রানের চাকা সচল রাখেন। ৪০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। ২৩ রানের মধ্যে আরও ৪ উইকেট হারায় টাইগ্রেসরা।
মোস্তারি ২২ বলে ১৬, তাজ নেহার ৫ বলে ১, রিতু মনি ১৩ বলে ১০ ও স্বর্না আক্তার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। তবে এক প্রান্ত আগলে ব্যাট করতে থাকেন জ্যোতি। শেষ ওভারে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ বলে ৩৯ রান করেন জ্যোতি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের পক্ষে কারিশমা রামহারক নেন ৪টি উইকেট।
ঠিকানা/এনআই