ভারতের চেন্নাইয়ে মেরিনা বিচে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন হিট স্ট্রোকে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৯২তম বিমানবাহিনী (আইএএফ) দিবস উদ্যাপন উপলক্ষে এই এয়ার শোর আয়োজন করা হয়। এই শো দেখতে রোববার সকাল ১১টার আগে মেরিনা সৈকতে উৎসুক জনতা জড়ো হয়। সূর্যের প্রচণ্ড খরতাপ থেকে বাঁচতে অনেকে ছাতা নিয়ে হাজির হন।
এয়ার শোতে একটি সিমুলেটেড উদ্ধার অভিযান এবং জিম্মিদের মুক্ত করার জন্য স্পেশাল গারুড় বাহিনীর কমান্ডোদের প্রদর্শনী ছিল।
এই শোতে অত্যাধুনিক রাফালসহ ৭২টি যুদ্ধবিমান প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল দেশীয়ভাবে তৈরি অত্যাধুনিক লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড এবং হেরিটেজ বিমান ডাকোটা।
এয়ার শো দেখতে সমুদ্রসৈকতে প্রায় ১৫ লাখ মানুষ জড়ো হয়েছিল।
এ নিয়ে তৃতীয়বারের মতো দিল্লির বাইরে এবং দক্ষিণ ভারতে প্রথমবারের মতো এয়ার শো করল ভারতীয় বিমানবাহিনী। ২০২৩ সালের অক্টোবরে আইএএফ প্রয়াগরাজে এয়ার শো করেছিল এবং ২০২২ সালে করেছিল চণ্ডীগড়ে।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
