যুক্তরাজ্যের লন্ডনে ইসরায়েলবিরোধী ব্যাপক বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। গাজায় ৭ অক্টোবর ইসরায়েলের হামলার বার্ষিকী উপলক্ষে যুদ্ধ বন্ধের দাবিতে শনিবার (৫ অক্টোবর) তারা এ বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন।
স্থানীয় সময় শনিবার সকালে বিক্ষোভের আগেই দুই শতাধিক ফিলিস্তিনপন্থী কর্মী বেডফোর্ড স্কয়ারে জড়ো হন। সেখানে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। বিক্ষোভকারীদের কেউ কেউ লেবানিজ ও ইরানের পতাকা এবং ব্যানার ধরে ছিলেন, যাতে লেখা ছিল ‘আমরা গণহত্যার পক্ষে দাঁড়াই না’ এবং ‘জায়োনিজম হলো বর্ণবাদ।’ এ সময় অনেকে ‘মুক্ত, মুক্ত প্যালেস্টাইন’ স্লোগান দেয়।
প্রতিবাদকারীদের একজন নেতাকর্মীদের বলেন, ‘আমরা পুলিশকে জড়াই না এবং পাল্টা প্রতিবাদকারীদের জড়াই না।  আমরা যখন একসাথে থাকি, তখন আমরা নিরাপদ থাকি। শুধুই আমরা একে অপরকে নিরাপদ রাখতে পারি।’
এরপর স্লোগান দেওয়া হয়, ‘যখন প্যালেস্টাইন আক্রমণের মুখে, আমরা কী করব? উঠে দাঁড়াও, পাল্টা লড়াই করো। লেবানন যখন আক্রমণের মুখে আমরা কী করব? উঠে দাঁড়াও, পাল্টা লড়াই করো।’
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
