স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে এই শারজাতেই বাংলাদেশ করেছিল ১১৯ রান। শনিবার (৫ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডও ঠিক একই লক্ষ্য দিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশরা ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১১৮ রান। ইংলিশদের হারাতে বাংলাদেশের চাই ১১৯ রান।
বাংলাদেশ বোলারদের মধ্যে আজ আলো ছড়ান ফাহিমা খাতুন। ৪ ওভারের স্পেলে ১৮ রানের বিনিময়ে তিনি শিকার করেন ২ উইকেট। সমান দুটি করে উইকেট নেন আগের ম্যাচের সেরা রিতু মনি ও নাহিদা আক্তার। আরেকটি উইকেট নেন রাবেয়া খান।
ইংলিশদের মধ্যে সর্বোচ্চ ৪১ রান করেন ড্যানি ওয়াট। মায়া বুশিয়েরের ব্যাটে আসে ২৩ রান। এরপর অ্যামি জোন্সের ১২ রান ছাড়া আর কেউ দুই অঙ্ক দেখেননি। পাওয়ার প্লেতে ইংল্যান্ড বিনা উইকেটে ৪৭ রান তুলে ফেলার পর তাদেরকে চেপে ধরেন ফাহিমারা। নিয়মিত উইকেট শিকার আর জুটি গড়তে না দিয়ে লক্ষ্যটা নাগালেই রেখেছেন বোলাররা।
আগের তিন দেখায় কখনো জয় না পাওয়া বাংলাদেশ হাসিমুখে ম্যাচ শেষ করার জন্য এবার বাকি দায়িত্ব ব্যাটারদের।
ঠিকানা/এনআই