Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


জিবুতিতে নৌকা ডুবে ৪৫ জনের মৃত্যু

জিবুতিতে নৌকা ডুবে ৪৫ জনের মৃত্যু ছবি সংগৃহীত



 
আফ্রিকার দেশ জিবুতির সমুদ্র উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে অন্তত ৪৫ জন মারা গেছেন। জাতিসংঘের অভিবাসন-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে। নৌকাডুবির ওই ঘটনায় নিখোঁজও রয়েছেন অনেকে।

গত ৩০ সেপ্টেম্বর জিবুতির উত্তর-পশ্চিম দিকে খোর আঙ্গার অঞ্চলের সৈকত থেকে প্রায় ১৫০ মিটার দূরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জিবুতির কোস্টগার্ড।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন থেকে দুটি নৌকায় ৩১০ জন অভিবাসী রওনা হয়েছিলেন। মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে আইওএম বলেছে, এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় সংস্থাটি কাজ করছে বলেও জানানো হয়েছে।

এদিকে জিবুতির কোস্টগার্ড জানায়, নৌকাডুবির পরপরই ফরাসি নৌবাহিনীর সহায়তায় যৌথ উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে এ পর্যন্ত ১১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ ও দারিদ্র্য থেকে পালিয়ে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে পৌঁছাতে চান হর্ন অব আফ্রিকার হাজার হাজার মানুষ। এ জন্য জীবনের ঝুঁকি নিয়ে লোহিত সাগর পাড়ি দিতে চান তারা।

এই পথ পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই বিপদের মুখে পড়েন। এ বছরের এপ্রিলে জিবুতিতে ওবক শহরের কাছে শিশুসহ অন্তত ৭৭ অভিবাসনপ্রত্যাশীকে বহন করা একটি নৌকা ডুবে ২৪ জন নিহত হন।

গত দুই সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় নৌকাডুবির ঘটনা। এর আগে আগস্টে ইয়েমেনের তায়েজ জেলার উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন মারা গেছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স