কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে বড় বিপদেই পড়েছে বাংলাদেশ দল। ঝোড়ো ব্যাটিং করে ভারত ইনিংস ঘোষণার পর শেষবেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। সফরকারীরা ভারতের চেয়ে এখনো পিছিয়ে আছে ২৬ রানে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৩৩ রান করে। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৪ ওভার ৪ বল মোকাবিলা করে ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। লিড নেয় ৫২ রানের।
দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ১৮ রানেই ওপেনার জাকির হাসানকে হারায় বাংলাদেশ। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফেরেন ১০ রান করা জাকির। রিভিউ নিলেও বাঁচতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
পরে উটকো ঝামেলায় না পড়তে নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয় হাসান মাহমুদকে। তবে সাদমান ইসলামের সঙ্গে নিরাপদে দিনের খেলা শেষ করে আসতে পারেননি এই বোলার। ৪ রান করে অশ্বিনের বলে বোল্ড হন তিনি।
আগামীকাল মঙ্গলবার (১ অক্টোবর) টেস্টের শেষ দিনে মুমিনুলকে (০) সঙ্গে নিয়ে দিনের খেলা শুরু করবেন সাদমান (৭)।
ঠিকানা/এনআই