চলতি মাসের শেষে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। তার আগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলিয়ে হবে হবে তিনটি মিউজিক্যাল ফেস্ট। যার মধ্যে ঢাকার অনুষ্ঠানটির দিনক্ষণ ও তারকারদের তালিকা চূড়ান্ত। আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম মিউজিক্যাল ফেস্টে মঞ্চ মাতাবেন পাকিস্তানের কিংবদন্তি সসঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলি খানসহ আরও একঝাক সঙ্গীত শিল্পী।
গতকাল মঙ্গলবার রাতে মিউজিক ফেস্টে যেসব সংগীতশিল্পী সূরের মুর্ছনায় বিমোহিত করবেন, তাদের তালিকা ও টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।
বিসিবি এক বিবৃতিতে তারা জানায়, আগামী ২৩ ডিসেম্বর হোম অব ক্রিকেটখ্যাত মিরপুরে আন্তর্জাতিক ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
পাকিস্তানের জনপ্রিয় সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান ও তার দল ছাড়াও বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন– মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এ ছাড়া থাকছেন র্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। এই অনুষ্ঠানের জন্য গতকাল রাত সাড়ে ৯টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাইয়ে’ টিকিট বিক্রি শুরু হয়েছে।
বিসিবির বিবৃতিতে জানানো হয়– মিউজিক ফেস্টে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম ১২ হাজার টাকা। গোল্ড ক্যাটাগরি ৮ হাজার এবং সিলভার ক্যাটাগরির টিকিট ৬ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৪ হাজার টাকায় পাওয়া যাবে। সর্বনিম্ন ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা। তবে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নামে করা ‘জোন ৩৬’ নামে একটি স্থানে ১০০ আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।
২৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে ৪টার পর আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। মিউজিক্যাল ফেস্ট শেষে বিপিএলের মূল লড়াই গড়াবে ৩০ ডিসেম্বর থেকে।
ঠিকানা/এসআর