Thikana News
২২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

‘বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২৪’ শুরু আজ

‘বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২৪’ শুরু আজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ
আজ থেকে শুরু হচ্ছে ‘বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২৪’। স্থানীয় সময় আজ ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার)বিকাল ৩ ঘটিকায় শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আসরের খেলাগুলো।

১৮ ডিসেম্বর (বুধবার) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচবাংলা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও আয়োজক কমিটির সম্পাদক আব্দুল হক।

প্রতিযোগিতায় নারী বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, নড়াইল জেলা, ফরিদপুর জেলা ও জয়পুরহাট জেলা দল। পুরুষ বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
নারী ও ছেলে—দুই বিভাগেই প্রাথমিক পর্বের খেলা হবে গ্রুপ ভিত্তিতে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। দুই বিভাগের সেমিফাইনাল বিজয়ী শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। দুই বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর (মঙ্গলবার)।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ভবিষ্যতে আমরা টেস্ট (৫ ম্যাচের সিরিজ) খেলতে চাই। এ জন্য শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে আলোচনা চলছে। ভবিষ্যতে ভারতের বিপক্ষেও টেস্ট খেলবে বাংলাদেশ।

সাধারণ সম্পাদক আরও বলেন, বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে আমরা ‘তারুণ্যর উৎসব’-এর সূচনা করতে যাচ্ছি। আপনারা জানেন রাষ্ট্রীয়ভাবে তারুণ্যর উৎসব আয়োজিত হতে যাচ্ছে। এ উৎসবে থাকতে পেরে আমরা গর্বিত। তারুণ্যর উৎসব থেকে খেলোয়াড় বাছাই করে যুব বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ।

নারী বিভাগে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, ফরিদপুর জেলা ও নড়াইল জেলা। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ ও জয়পুরহাট জেলা।

পুরুষ বিভাগের ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ সেনাবাহিনী। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ জেল।

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স