নোনায় ধরা দেয়ালটাতে
আমায় তুমি লটকে দিয়ে সটকে গেছ...
এই যদি হয় এখন তোমার ভাবনা।
নোনতা ধরা দেয়ালটাকেই
খুবলে খেয়ে বুঝিয়ে দেব এখন তোমার
যাবার সময় হেমায়েতপুরে পাবনা।
কেমন তুমি... তুমিই জানো
পচা-গলা গন্ধে ভরা তাল-বেতালের ছন্দ...
সময় নিয়ে বুঝল যখন সবাই।
নিজের পায়ে কুড়াল দিলা
বৈঠা থুইয়া উড়াল দিলা, অহন তোমার
আউলা মাথা...উল্টা সিধা ‘কবাই’!
পিচঢালা ওই পথটা যখন লাল হয়ে যায় রক্তে
তখনই তো আগুন লাগে জালিম রাজার তখ্তে!
(রচনাকাল : ১৬ সেপ্টেম্বর ২০২৪)