Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


পথ যখন হয় রক্তে লাল

পথ যখন হয় রক্তে লাল



 
নোনায় ধরা দেয়ালটাতে
আমায় তুমি লটকে দিয়ে সটকে গেছ...
এই যদি হয় এখন তোমার ভাবনা।
নোনতা ধরা দেয়ালটাকেই
খুবলে খেয়ে বুঝিয়ে দেব এখন তোমার
যাবার সময় হেমায়েতপুরে পাবনা।

কেমন তুমি... তুমিই জানো
পচা-গলা গন্ধে ভরা তাল-বেতালের ছন্দ...
সময় নিয়ে বুঝল যখন সবাই।
নিজের পায়ে কুড়াল দিলা
বৈঠা থুইয়া উড়াল দিলা, অহন তোমার
আউলা মাথা...উল্টা সিধা ‘কবাই’!

পিচঢালা ওই পথটা যখন লাল হয়ে যায় রক্তে
তখনই তো আগুন লাগে জালিম রাজার তখ্তে!
(রচনাকাল : ১৬ সেপ্টেম্বর ২০২৪)

কমেন্ট বক্স