Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আতিশি

দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আতিশি ছবি সংগৃহীত



 
দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোয় অরবিন্দ কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন আম আদমি পার্টির নেত্রী আতিশি মারলেনা। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (উপ-রাজ্যপাল) ভিকে সাক্সেনার সরকারি বাসভবন ‘রাজ নিবাসে’ আতিশির সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও পাঁচ আপ বিধায়ক—সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, কৈলাস গহলৌত, মুকেশ আহলাওত ও ইমরান হুসেন।

পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আতিশি হলেন এই মুহূর্তে দেশের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে এর আগে মুখ্যমন্ত্রী হয়েছেন দুজন নেত্রী—বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিত।

আতিশির শপথে হাজির ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়  ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র তুলে দেন কেজরিওয়াল। গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেপ্তার হওয়ার পরও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরে আপ প্রধান গত শনিবার (১৪ সেপ্টেম্বর) ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন।  সঙ্গে এও জানান, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স