Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আহম্মদ হোসেন বাবুর কবিতা

আহম্মদ হোসেন বাবুর কবিতা
ত্রিনয়নার নয়নতারা

তোমাকে দেখে তোমাকে শুনে আরেকবার আমি পাখি হয়ে উড়লাম, মেঘ হয়ে ভাসলাম
তুমি বললে, হিপোক্র্যাট কখনো নয় বিশ্বস্ত হও, হলাম; ভালোবাসো? বাসলাম।
যাচ্ছে ওরা ইউরোপ ও আমেরিকায় যাক না
এ বাংলায় নদী ও নারী আমার হয়ে থাক না।
থাকুক মেঘ থাকুক ধারা ত্রিনয়নার নয়নতারা দিগঙ্গনাকেই ভালোবাসলাম।

মাটি

কখনো ক্ষিরের মতো পায়েসের মতো কখনো-বা পান্তাভাতের মতন মাটির রং!
মৃত্তিকার এ শরীরে ঈদের খুশি সবুজের হাসি কখনো-বা প্রজাপতি করে ঢং!
সাহারা পুকুরে মধ্যদুপুরে পদ্মেরা দোলে
দোলে কৃষকের হাসি দোলে শিশু কৃষাণীর কোলে।
চা-বাগানে বসে যে কথাটি মনে মনে, সে কথার নীরব সাক্ষী হয়ে রলো জাফলং।

আষাঢ়ের শেষে আমাদের দেশে

আষাঢ়ের শেষে আমাদের দেশে সাদাকালো মেঘ আসে ভেসে ভেসে
যমুনার ভারী বুক তোলপাড়! পোয়াতি সময় বলে কাছে এসে।
জোনাকিরা জ্বালে সঙ্গমের দু’চোখ
এমন শ্রাবণ রাতে হয় যদি হোক।
নাই যদি হয় চানখাঁরপুলে, হোক চাষাঢ়াতে হোক ভালোবেসে।
 

কমেন্ট বক্স