Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

শেষ কবিতা

শেষ কবিতা





 
তোমার শেষ কবিতাখানি,
দিয়ে গেলে শীতের পাতাঝরা বিবর্ণ বিকেলে।
কবিতায় ছিল করুণ সুর তোমার ঘর ছাড়ার ডাক
আমি কয়েক মুহূর্ত তোমার পানে চেয়ে থেকে
হয়েছিনু নির্বাক
কী দেব তোমায় বিদায়বেলায় শেষ উপহার আনি
তুমিই তো দিয়ে গেলে উপহার
তোমার শেষ কবিতাখানি।

কমেন্ট বক্স