বাইডেন, কমলা ও পেলোসিকে কারারুদ্ধ করার হুমকি ট্রাম্পের
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ বেশ কয়েকজনকে কারারুদ্ধ করার হুমকি দিয়েছেন। আইনী ও গণতন্ত্র বিশেষজ্ঞদের কাছে এই হুমকি খুবই উদ্বেগজনক। গত ১৪ সেপ্টেম্বর শনিবার রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ অভিযোগ করেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘প্রচুর প্রতারণা ও স্কালডগারি’ ছিল। তিনি কেবল ভোটার জালিয়াতির কারণে হেরেছেন, তার এমন দাবি অসংখ্য পুনঃগণনা ও অডিট অস্বীকার করে। ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে সেই ভিত্তিহীন জালিয়াতির দাবির কথা উল্লেখ করে বলেন, আইনজীবী ও ‘দুর্নীতিগ্রস্ত নির্বাচনী কর্মকর্তা’সহ - বিভিন্ন গোষ্ঠীর সতর্ক হওয়া উচিত যে তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়ী হওয়ার পরে ‘যারা প্রতারণা করেছে তাদের বিচার করা হবে।’ট্রাম্প প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে সামরিক ট্রাইব্যুনালের আহ্বান জানিয়ে এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার তদন্তকারী হাউস কমিটিকে অভিযুক্ত করার জন্য ট্রুথ সোশ্যালে পোস্টগুলো প্রচার করার কয়েক সপ্তাহ পরে এই হুমকি আসে। তিনি তার অনুগামীদের সাথে প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ জাম্পস্যুটে প্রতিদ্বন্দ্বীদের চিত্রিত করে অন্য ব্যবহারকারীর পোস্ট শেয়ার করেন।প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হোয়াইট হাউসের নীতিশাস্ত্রের আইনজীবী রিচার্ড পেইন্টার বলেন, ‘বিজয়ী কেবল পরাজিতকে কারাগারে রাখে, পরাজিতের বিরুদ্ধে মামলা চালায় এই ধারণা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।’ট্রাম্প ক্যাম্পেইনের ন্যাশনাল প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প ‘বিশ্বাস করেন যে কেউ আইন ভঙ্গ করলে তাদের আইনের পূর্ণ মাত্রায় বিচার করা উচিত, যার মধ্যে নির্বাচনী জালিয়াতিতে জড়িত অপরাধীরাও রয়েছে।’লেভিট বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া, আপনার একটি দেশ থাকতে পারে না। ভেনিজুয়েলাকে জিজ্ঞাসা করুন।’
কমেন্ট বক্স