Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানি অভিযুক্ত

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানি অভিযুক্ত ছবি : সংগৃহীত
ইরানের এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ড কর্পসের নির্দেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে এক ইরানি ব্যক্তি। ৮ নভেম্বর (শুক্রবার) এমনই অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। খবর রয়টার্স

বিচার বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন গত ৭ অক্টোবর তিনি টাম্পকে হত্যার পরিকল্পনা করেন। তবে ফরহাদ শাকেরি এমন অভিযোগ অস্বীকার করেছেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নির্দেশে ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনাই তার ছিল না। 

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৫১ বছর বয়সী শাকেরি আইআরজিসির সম্পদ। শিশু বয়সে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসেন। পরবর্তীতে ডাকাতির অভিযোগে ২০০৮ সালে তাকে অভিযুক্ত করা হয়। আইনজীবীরা জানিয়েছেন, শাকেরি বর্তমানে ইরানে রয়েছেন। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে থাকা অবস্থায় শাকেরির সঙ্গে দেখা করেন নিউইয়র্কেল দুই বাসিন্দা। তারা হলেন, কারলিসলি রিভারা এবং জনাথন লর্ডহল্ট। তাদের বিরুদ্ধে ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিককে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়।  

তবে শাকেরি ও ওই দুজন যাকে হত্যা করতে চেয়েছিলেন তাকে চিহ্নিত করতে পারেননি প্রসিকউটরেরা। তবে বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হলেন সাংবাদিক ও অধিকারকর্মী মসিহ আলিনেজাদ। তিনি ইরানের নারীদের নিপীড়নমূলক আইনের সমালোচনা করতেন। তাকে অপহরণের চেষ্টার অভিযোগে ২০২১ সালে চারজন ইরানিকে অভিযুক্ত করা হয়েছিল। ২০২২ সালে তার বাড়ির সামনে থেকে রাইফেলসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স