Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

মামুনুর রশীদের স্ত্রী মারা গেছেন

মামুনুর রশীদের স্ত্রী মারা গেছেন নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের সঙ্গে তার সহধর্মিণী গওহর আরা মামুন। ছবি: সংগৃহীত
দেশ বরেণ্য নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের সহধর্মিণী গওহর আরা মামুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭:৩০ মিনিটে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 
 
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছে তার পরিবার।
 
দীর্ঘদিন ধরে বেশকিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন গওহর আরা মামুন। অসুস্থ অবস্থায় ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 
 
তার মৃত্যুতে মামুনুর রশীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল ১৮ সেপ্টেম্বর (বুধবার) বাদ যোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
 
জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন গওহর আরা মামুন। মৃত্যুকালে তিনি তার পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স