ভারতের পশ্চিমবঙ্গে আরজিকরকাণ্ডের বিচার চেয়ে আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকরা। ১৪ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে সল্টলেকের ধর্নায় বসে থাকা চিকিৎসকেদের সঙ্গে কথা বলতে সেখানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ সময় তিনি বলেন, এত বৃষ্টি হচ্ছে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আর কষ্ট করবেন না। আমি কথা দিচ্ছি আপনাদের দাবি রাখব। আমিও তিলত্তমার দোষীদের শাস্তি চাই। তিলত্তমার বিচার চাই। কাজে ফিরতে চাইলে ফিরুন। আপনারা কাজে যোগদান করুন। আপনাদের প্রতি কোনও অবিচার করব না। হাসপাতালের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ঠিক করব। অনেক রোগী মারা যাচ্ছে, আপনারা কাজে ফিরুন।
মমতা বলেন, সব মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতি ভেঙে দিলাম। নতুন করে সব তৈরি হবে। আমার সঙ্গে দোষীদের কোনও সম্পর্ক নেই। আমি তাদের চিনি না। আমি চেষ্টা করব যাতে দোষীরা যাতে তিন মাসের মধ্যে শাস্তি পায়। আপনারা আমার ভাইবোন। আমি কোনও অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই। আপনারা নিশ্চিন্তে থাকুন।
চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেন না জানিয়ে তিনি বলেন, আপনাদের আমার প্রয়োজন। আমাকে যদি বিশ্বাস করেন তখন মনে রাখবেন আমি আসতে আসতে করে সাধ্যমতো চেষ্টা করব। আমার কাছে দুর্নীতির একটাও টেন্ডার কেস আসেনি। আপনাদের যা যা অভিযোগ রয়েছে আমি অবশ্যই তদন্ত করে সাজা দেব। ১৭ তারিখ সুপ্রিম কোর্টে ডেট রয়েছে। আমি চাই না আপনাদের কোনও ক্ষতি হোক। আমি মুখ্যমন্ত্রী নই আমি দিদি হিসাবে বলতে এসেছি।
ঠিকানা/এএস