চাই না চাই জীবন যেমন পাই
সমুচায় মাংস সবজি যা পাই খাই
সময় আর আগের মতো নাই
বলিতে না পারি লজ্জা তাই
নতুন যৌবন যখন এসেছিল সই
দেহের ভাঁজে ভাঁজে একি পরিবর্তন সে তো জীবন নাটাই...
আম পাকিলে কাকের কী
খাইতে যদি নাহি পারি খোশ আমোদে
চেয়ে চেয়ে দেখি মন ভেজাই
মন ফোলে পানি ভেজা কাগজ যেমন।
দিন আসে যায় সূর্য উদয় অস্তমিতে
জীবনে পরিবর্তন চিলেকোঠার আস্তানা
সামনে পেছনে ঘোর অন্ধকার অমাবস্যার
যাই কোথায় অথৈ পানি বন্দী, জীবন এক নরক।