সমুদ্রের বাঁধভাঙা ঢেউ
রুখতে পারে কি কেউ
ফেনায়িত গর্জনের রেশ
কানে লাগে ভালো বেশ
পাড়ে আঁচড়ে পড়ে যখন
বুকে হাহাকার জাগে তখন
চাঁদের আলোয় সে দারুণ
মনের ক্ষুধা সেটা সারুন
কী অপরূপ সুন্দরী তুই
আকাশে তাকিয়ে ঢেউয়ে শুই
সূর্যাস্ত সূর্যোদয় বর্ণনাতীত
ভুলে যাওয়া কষ্ট অতীত
বারবার ফিরে যাই সমুদ্রে
তার শোভা শেষ নয় ক্ষুদ্রে ॥