Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল

রাশিয়া সফরে যাচ্ছেন অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল



 
চলতি সপ্তাহে রাশিয়া যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নিরসনে আলোচনা করতে তিনি মস্কো সফরে যাচ্ছেন বলে সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। 

সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। এরপরেই অজিত দোভালের রাশিয়ার সফরের খবর এলো। 

খবরে বলা হয়েছে, ইউক্রেন সফর ও জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর পুতিনের সঙ্গে গত ২৭ আগস্ট ফোনালাপ হয়েছে মোদির। রুশ দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে মোদি পুতিনকে কিয়েভ সফর নিয়ে কথা বলেছেন এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইউক্রেন ইস্যুতে মীমাংসা আনতে ভারতের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। 

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মোদি ও পুতিনের ফোনালাপের সময়ই সিদ্ধান্ত হয়েছে শান্তি আলোচনার জন্য অজিত দোভাল মস্কো সফরে যাবেন। তবে ঠিক কবে যাচ্ছেন- এনিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স