Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

‘খেলা হবে’ বিতর্ক: কলকাতায় এসে জবাব দিলেন আলিয়া

‘খেলা হবে’ বিতর্ক: কলকাতায় এসে জবাব দিলেন আলিয়া
সিনেমাটি বলিউডের, ভাষা হিন্দি। কিন্তু এর মধ্যে একটি বাংলা ভাষার সংলাপ। যেটা প্রকাশ্যে আসতেই বিতর্কের বিস্ফোরণ। কারণ সংলাপটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিপুল চর্চিত, জনপ্রিয়। এটি হলো- ‘খেলা হবে’। যদিও কথাটির মূল উৎস বাংলাদেশের নারায়ণগঞ্জে, রাজনীতিবিদ শামীম ওসমানের মুখ থেকে। সীমান্ত পেরিয়ে ছড়িয়ে গেছে কলকাতাজুড়ে।

রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে এই সংলাপটি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি প্রকাশ হওয়া ট্রেলারে আলিয়ার মুখে কথাটি শোনা যায়। এরপরই শুরু হয় বিতর্ক। তাই ভারতীয় সেন্সর বোর্ড ছবিটির ওপর কাঁচি চালিয়েছে। বাদ দিয়েছে একাধিক দৃশ্য ও সংলাপ।

তবে কি ‘খেলা হবে’ সংলাপটি এই ছবিতে থাকছে না? কলকাতায় এসে এই প্রশ্নের জবাব দিলেন আলিয়া। তার কৌশলী উত্তর, ‘অনেকে অনেক কিছু বলছেন। সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সেটা ছবির কোনও ক্ষতি করবে না বলেই আমার বিশ্বাস।’


আলিয়া জানালেন, ছবিতে জয়া বচ্চনের সঙ্গে তার একটি বিশেষ দৃশ্যের জন্যই সংলাপটিকে ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য, ‘এর বেশি এখন খোলসা করছি না। দর্শক ছবিটা দেখুক, তা হলেই সব স্পষ্ট হবে।’

গত ২৩ জুলাই (সোমবার) উন্মুক্ত করা হয় ছবিটির নতুন গান ‘ঢিন্ডোরা বাজে রে’। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা গেলো, এই গানের প্রকাশনা আয়োজন করা হয় কলকাতায়। সেখানেই হাজির হন রণবীর ও আলিয়া। বাংলায় এসে বাংলা ভাষায় কথা বলবেন না, এমন তো হয় না। তাই মঞ্চে উঠেই আলিয়া বললেন, ‘নমস্কার কলকাতা। কেমন আছো সবাই? তোমাদের শহরে এসে আমি খুব খুব উত্তেজিত।’

এই ছবিতে আলিয়া অভিনয় করেছেন এক বাঙালি পরিবারের মেয়ের ভূমিকায়। আর বাবা-মা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার গুণী দুই শিল্পী টোটা রায়চৌধুরী ও চূর্ণী গাঙ্গুলি। মূলত এই সূত্রেই ছবিটিতে বাংলা ভাষার সংলাপ এসেছে। তবে আলোচিত ‘খেলা হবে’ সংলাপটি থাকছে কিনা, তা নিশ্চিত হওয়া যাবে আগামী ২৮ জুলাই। সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

উল্লেখ্য, করন জোহর নির্মিত এই সিনেমায় আরও আছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি প্রমুখ। ১৭৮ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটির লগ্নির সিংহভাগ ইতোমধ্যে উঠে এসেছে বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে। 

ঠিকানা/এসআর 

কমেন্ট বক্স