Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

‘স্বচ্ছ ভারত নয়, নারী সুরক্ষা চাই’, প্রধানমন্ত্রীর কাছে আর্জি শুভশ্রীর

‘স্বচ্ছ ভারত নয়, নারী সুরক্ষা চাই’, প্রধানমন্ত্রীর কাছে আর্জি শুভশ্রীর
পশ্চিমবঙ্গের আরজি করকাণ্ডের ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার এ ঘটনার রেশ পুরো ভারতে ছড়িয়ে পড়েছে। একে একে বলিউডের তারকারাও কলকাতার এ ঘটনার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।

মৃতা চিকিৎসকের বিচারের দাবিতে আরও সরব হয়েছেন হৃতিক রোশন, আলিয়া ভাট, কারিনা কাপুর, প্রীতি জিনতা, রিচা চড্ডা ও টুইঙ্কল খান্না, আয়ুষ্মান খুরানা, সামান্থা রুথ প্রভুরা। যদিও বলিউডের তিন খানের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বলিউডের নতুন প্রজন্মের অভিনেতারা ইতোমধ্যে সরব হয়েছেন। সে তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। পিছিয়ে নেই শাহরুখকন্যা সুহানা খানও।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের জন্য ন্যায়বিচার চেয়ে পথে আছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত ১৫ আগস্ট থেকে একের পর প্রতিবাদ মিছিল চলছে কলকাতা শহরে। বাড়িতে বসে থাকেননি কলকাতার তারকারাও। সাধারণ মানুষের সঙ্গে পথে নেমেছেন তারাও।

এভাবেই যেন সবার ভাবনা একাকার হয়ে ক্রমশ বৃহৎ আন্দোলনের রূপ নিচ্ছে। সেপ্টেম্বর মাসের আজ প্রথম দিন, নাগরিক সমাজের ‘মহামিছিল’। সেখানে হাঁটবেন খ্যাতনামা সব তারকা। সবার একটাই দাবি— ‘বিচার চাই’। বারবার রাষ্ট্রের কাছে জবাব চেয়েছেন সবাই। এবার মোদির কাছে অনুরোধ শুভশ্রীর। তুললেন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রসঙ্গ।

তবে এই প্রথম নয়, এর আগে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-কর্মসূচি প্রসঙ্গ টেনে সমালোচনা করেছেন অভিনেত্রী। কখনো আবার সমাজে মেয়েদের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বার্তাও দিয়েছেন। দিন কয়েক আগেই শুভশ্রী প্রশ্ন তোলেন— রাতারাতি নোটবন্দি হতে পারে, লকডাউনের ঘোষণা হতে পারে। তা হলে রাতারাতি ধর্ষকের কেন ফাঁসি হতে পারে না? এবার শুভশ্রীর মোদির কাছে অনুরোধ— স্বচ্ছ ভারতের নয়, আমাদের সুরক্ষিত ভারতের প্রয়োজন। যদিও সম্প্রতি এমনই এক পোস্ট সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই পোস্ট শেয়ার করে নিচ্ছেন অনেকেই। ১৪ আগস্ট রাত থেকে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন শুভশ্রী। প্রযোজক-পরিচালক তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীকে নিয়ে পথেও নেমেছিলেন তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স