Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ঝড়ের শেষে

ঝড়ের শেষে



 
প্রথমে ছিল ক্ষীণ কণ্ঠস্বর,
শক্ত ভাষার আগে
প্রথমে ছিল ঝড়ের পূর্বাভাস,
দীর্ঘ স্তব্ধতার পর
হঠাৎ গর্জন মহাসাগরের মহাপ্রলয়ের গর্জন
তারপর হিমালয় থেকে এল যেন প্রবল
স্রোতস্বিনী, জেঞ্জি জির মহাজোয়ার
ভেঙেচুরে শক্তির অহংকার ভাসিয়ে
নিয়ে চলল-
চকচকে হীরক বালির চর
খসে পড়ে বিপর্যস্ত প্রতি অঙ্গ-প্রত্যঙ্গ।
সহসা কুম্ভিনসীর দানব দল
বৃষ্টির মতো ছুড়ল বিপন্ন মৃত্যু বল্লম
তীব্র গতি হিংস্র আরতি
বন্দনার সহস্র উল্লাস, হুলি রক্তের বন্যায়।

ঝড়ের শেষে রক্ত কাঁদায় কুড়ে পাওয়া গেল
আম্রপালির মতো-সাঈদ, তাহমিদ, মাহমুদুর,
রাসেল, হোসেন, জাকিরÑঅসংখ্য স্বর্ণটুকরো।
 

কমেন্ট বক্স